চীনের সব অঞ্চলেই এগিয়েছে বৈদেশিক বাণিজ্য
সেপ্টেম্বর ১১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের সমস্ত অঞ্চলজুড়ে এগিয়েছে বৈদেশিক বাণিজ্য। বুধবার সরকারি তথ্যে দেখা গেছে, এই বছরের প্রথম আট মাসে চীনের পশ্চিমাঞ্চল আমদানি ও রপ্তানি বৃদ্ধির প্রবৃদ্ধিতে ছিল সবার চেয়ে এগিয়ে।
বছরের প্রথম সাত মাসে, চীনের দক্ষিণাঞ্চলের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল ও ভিয়েতনামের মধ্যে বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ছিল ১৬৫ দশমিক ৮২ বিলিয়ন ইউয়ান। যা আগের বছরের চেয়ে প্রায় ৩২ শতাংশ বেশি।
সরকারি প্রতিবেদনে বলা হয় চীনের পূর্বাঞ্চল এখন বৈদেশিক বাণিজ্যের ভিত্তিপ্রস্তর হিসেবে দাঁড়িয়ে আছে, যেখানে কেন্দ্রীয় এবং পশ্চিমাঞ্চলে এখন স্থানান্তরিত শিল্পগুলো নতুন ঠিকানা পেয়েছে। একই সময়ে চীনের উত্তর-পূর্বের তিনটি প্রদেশ—লিয়াওনিং, চিলিন ও হেইলংচিয়াংয়ের আমদানি ও রপ্তানি নতুন উচ্চতায় পৌঁছেছে।
একইসঙ্গে বেইজিং-তিয়ানচিন-হবেই অঞ্চল, ইয়াংজি নদীর অববাহিকা ও কুয়াংতোং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়া এখন চীনের বৈদেশিক বাণিজ্যের ইঞ্জিন হিসেবে আবির্ভূত হয়েছে।
শুল্ক পরিসংখ্যান অনুসারে, এই বছরের প্রথম আট মাসে চীনের পশ্চিম, পূর্ব এবং উত্তর-পূর্ব অঞ্চলের আমদানি ও রপ্তানি যথাক্রমে ২ দশমিক ৫৯, ২২ দশমিক ৯৪ এবং ৮২৫ দশমিক ৯৩ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। একই সময়ে, কেন্দ্রীয় অঞ্চলের আমদানি ও রপ্তানি দাঁড়িয়েছে ২ দশমিক ২৩ ট্রিলিয়ন ইউয়ানে।
ফয়সল/শান্তা