বাংলা

আগস্টে চীনে গাড়ির উৎপাদন ও বিক্রি বেড়েছে

CMGPublished: 2024-09-11 19:51:45
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ১১, সিএমজি বাংলা ডেস্ক: আগস্টে প্রবৃদ্ধি ধরে রেখেছে চীনের গাড়িনির্মাণ শিল্প। এ সময়ে নতুন শক্তির যানবাহনের (এনইভি) উৎপাদন ও বিক্রি বৃদ্ধির হারও দুই অঙ্কে পৌঁছেছে। মঙ্গলবার চীনের গাড়ি নির্মাতা অ্যাসোসিয়েশন জানাল এ তথ্য।

আগস্টে চীনে গাড়ি উৎপাদন ও বিক্রির পরিমাণ ছিল যথাক্রমে ২৪ লাখ ৯০ হাজার এবং ২৪ লাখ ৫০ হাজার ইউনিট, যা জুলাইয়ের চেয়ে ৯ শতাংশ ও ৮.৫ শতাংশ বেশি।

জানুয়ারি থেকে আগস্টের মধ্যে গাড়ির উৎপাদন ও বিক্রির পরিমাণ ছিল যথাক্রমে প্রায় ১ কোটি ৮৬ লাখ ৭০ হাজার ও ১ কোটি ৮৭ লাখ ৭০ হাজার।

আগস্টে এনইভি’র উৎপাদন ও বিক্রি পরিমাণ ছিল ১০ লাখ ৯০ হাজার ও ১১ লাখ ইউনিট। এ সময় চীনে যত গাড়ি বিক্রি হয়েছিল তার ৪৪ দশমিক ৮ শতাংশই ছিল এনইভি।

এই বছরের প্রথম আট মাসে এনইভি তৈরি হয়েছে প্রায় ৭০ লাখ ১০ হাজার ইউনিট। চীনের বাজারে এ ধরনের বিদ্যুৎচালিত গাড়ির বাজার শেয়ার এখন ৩৭ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে।

অন্যদিকে শুধু আগস্টে চীন থেকে রপ্তানি হয়েছে ৫ লাখ ১১ হাজার ইউনিট। এটি আগের বছরের একই সময়ের চেয়ে ২৫ দশমিক ৪ শতাংশ বেশি। এ সময়ে এনইভি রপ্তানি হয়েছে ১ লাখ ১০ হাজার ইউনিট।

ফয়সল/শান্তা

Share this story on

Messenger Pinterest LinkedIn