বাংলা

বেইজিংয়ে ১৪তম বিশ্ব সমাজতন্ত্র ফোরাম শুরু হয়েছে

CMGPublished: 2024-09-10 19:31:53
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ১০, সিএমজি বাংলা ডেস্ক: চীনা একাডেমি অফ সোশ্যাল সায়েন্সেস আয়োজিত ১৪তম বিশ্ব সমাজতন্ত্র ফোরাম সোমবার বেইজিংয়ে শুরু হয়েছে।

ফোরামের প্রতিপাদ্য ‘বর্তমান বিশ্ব, আমাদের সময় ও ইতিহাসের পরিবর্তন’। সারাবিশ্ব থেকে শতাধিক অংশগ্রহণকারী এতে অংশ নিচ্ছেন।

দুই দিনের ফোরামে সেমিনার এবং সংলাপ ছাড়াও প্রতিনিধিরা একাডেমিক ও সাংস্কৃতিক বিনিময়ের জন্য পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশ এবং দক্ষিণ-পশ্চিম চীনের কুইচোও প্রদেশ পরিদর্শন করবেন।

অস্ট্রেলিয়ার কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অ্যান্ড্রু আরভিং সিজিটিএনকে বলেছেন"একটি অভিন্ন ভবিষ্যতের জন্য চীনের অবদানের গুরুত্ব সম্পর্কে বিশ্বজুড়ে মানুষের মন্তব্য শোনার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এটি শান্তিপূর্ণ বিশ্বের জন্য একটি ইতিবাচক অবদান।’

জার্মান থিঙ্ক ট্যাঙ্ক শিলার ইনস্টিটিউটের গবেষক স্টেফান ওসেনকপ বলেছেন, "বিশ্বের অনেক দেশ থেকে অনেক প্রতিনিধি আছে। আমি জার্মানি থেকে এসেছি, এবং আমি সারা গ্রহের প্রতিনিধিদের সাথে সংযোগ স্থাপন করতে চাই, বিশেষ করে বৈশ্বিক দক্ষিণ, ব্রিকস দেশগুলোর সঙ্গে।”

শান্তা/ফয়সল

Share this story on

Messenger Pinterest LinkedIn