বাংলা

বৈদেশিক বাণিজ্যে গতিশীল প্রবৃদ্ধি চীনে

CMGPublished: 2024-09-10 19:38:19
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ১০, সিএমজি বাংলা ডেস্ক: বৈদেশিক বাণিজ্যে চলতি বছরের প্রথম আট মাসে বৃদ্ধির গতি বজায় রেখেছে চীন। এ সময় মোট বাণিজ্যের পরিমাণ ছিল ২৮ দশমিক ৫৮ ট্রিলিয়ন ইউয়ান। যা আগের বছরের একই সময়ের চেয়ে ৬ শতাংশ বেশি। মঙ্গলবার চীনের শুল্ক বিভাগের সাধারণ প্রশাসনের প্রকাশিত তথ্যে জানা গেছে এ তথ্য।

এ সময় চীনে বিভিন্ন পণ্যের রপ্তানি ৬ দশমিক ৯ শতাংশ বেড়ে ১৬ দশমিক ৪৫ ট্রিলিয়ন ইউয়ান হয়েছে। এ সময় আমদানির পরিমাণও ৪ দশমিক ৭ শতাংশ বেড়ে ১২ দশমিক ১৩ ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে।

চীনের শুল্ক বিভাগের পরিসংখ্যান ও বিশ্লেষণ শাখার পরিচালক লিউ তালিয়াং জানালেন, সম্প্রতি বিশ্ব বাণিজ্য সংস্থার প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, চীনে বিভিন্ন পণ্যের বৈশ্বিক বাণিজ্য বছরের তৃতীয় প্রান্তিকে পুনরুদ্ধারের প্রবণতা বজায় রেখেছে। এতে বেশি অবদান রেখেছে চীনের ইলেকট্রনিক্স ও পরিবহন সরঞ্জামের উৎপাদন। এ দুই খাতের প্রবৃদ্ধি দুই অঙ্কের প্রবৃদ্ধি বজায় রেখেছে বলেও জানান লিউ।

ফয়সল/শান্তা

Share this story on

Messenger Pinterest LinkedIn