বাংলা

৭৫ বছরে চীনের অর্জন ঐতিহাসিক: প্রতিবেদন

CMGPublished: 2024-09-10 19:39:08
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ১০, সিএমজি বাংলা ডেস্ক: গত ৭৫ বছরে চীন দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে, জাতীয় অর্থনৈতিক শক্তিতে অভূতপূর্ব উন্নতি ও মাথাপিছু জিডিপিতেও এসেছে ইতিবাচক পরিবর্তন। সোমবার চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর (এনবিএস) প্রতিবেদনে বলা হয়েছে এ কথা।

এনবিএস-এর প্রতিবেদনে ইঙ্গিত করা হয়, চীনের সামষ্টিক অর্থনীতি গত সাড়ে সাত দশকে ক্রমাগত বেশ কিছু মাইলফলক অর্জন করেছে। ১৯৫২ সালের ৬৭ দশমিক ৯ বিলিয়ন ইউয়ান থেকে জিডিপি বেড়ে ২০২৩ সালে ১২৬ ট্রিলিয়ন ইউয়ানে উন্নীত হয়েছে।

১৯৭৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতিবছর চীনের গড় বার্ষিক প্রবৃদ্ধির হার ছিল ৮ দশমিক ৯ শতাংশ, যখন কিনা বিশ্বের অর্থনীতির গড় প্রবৃদ্ধি ছিল ৩ শতাংশেরও কম।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের মাথাপিছু জিডিপি ১৯৫২ সালের চেয়ে ৮৯ গুণ বেড়েছে, যার গড় বার্ষিক বৃদ্ধির হার সাড়ে ৬ শতাংশ।

এতে আরও বলা হয়, ২০২৩ সালে চীনের মাথাপিছু জিডিপি ছিল প্রায় ৯০ হাজার ইউয়ান। যা টানা তিন বছর ছিল সর্বোচ্চ।

বিশ্বব্যাংকের তথ্য ও শ্রেণিবিন্যাস মানদণ্ড অনুসারে, চীনের মাথাপিছু মোট জাতীয় আয় ২০২৩ সালে ছিল ১৩ হাজার ৪০০ ডলার। এতে পরিষ্কার বোঝা যায় চীন নিম্ন-মধ্যম আয়ের দেশ থেকে উচ্চ-মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে।

ফয়সল/শান্তা

Share this story on

Messenger Pinterest LinkedIn