তিনি একা, একশর চেয়ে বেশি
সেপ্টেম্বর ১০, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ পশ্চিম চীনের কুইচোও প্রদেশ। সোংচিয়াং কাউন্টির সিশান টাউনশিপ। দুর্গম এই গ্রামীণ এলাকা পুরোপুরি পাহাড়ে ঘেরা। এখানে চোংচাই নামের ছোট্ট এক এলাকায় একটি মিনি স্কুল রয়েছে। সেই স্কুলে রয়েছেন একজন মাত্র শিক্ষক। শুধু শিক্ষকই নন, তিনি শিশুদের জন্য খাবার তৈরি করেন, তাদের দেখাশোনা করেন, অনেক শিশুকে বাড়ি পৌছে দেন, তাদের শরীরচর্চা করান। এক একথায় তিনি একাই একশর চেয়ে বেশি। এই নিবেদিত শিক্ষকের নাম মং রোংদা। ৫৯ বছর বয়সী এই শিক্ষক ছোট্ট একটি স্কুল চালান। স্কুলে ২৩ জন প্রি স্কুল শিক্ষার্থী, প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে ১৭জন শিক্ষার্থী রয়েছে। এই চল্লিশজন শিশুর পুরো দেখভাল করেন মং। এরা এখনও ছোট বলে দুর্গম পথ পাড়ি দিয়ে বড় স্কুলে যেতে পারে না।
মং ওদের বাড়ি থেকে নিয়ে আসেন, স্কুল ছুটির পর বাড়ি পৌছে দেন। গণিত, চীনাভাষা, কিছুটা ইংরেজি , সংগীত ও খেলাধুলায় শিক্ষা দেন মং। শিশুদের দুপুরের খাবার তিনিই রান্না করেন। ওদের খাওয়ান তারপর বাড়িতে পৌছে দেন। মং মনে করেন শিক্ষা এইসব গ্রামীণ শিশুর ভাগ্য বদলে দিতে পারে। তাই তিনি গ্রামীণ শিশুদের শিক্ষায় জীবন উৎসর্গ করেছেন। ২০১৫ সাল থেকে এই স্কুল চালাচ্ছেন মং।
শান্তা/ফয়সল