বাংলা

একাধিক সামুদ্রিক অঞ্চলে চীনের নৌবাহিনীর মহড়া

CMGPublished: 2024-09-10 19:40:06
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ১০, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ চীন সাগর এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরসহ একাধিক সামুদ্রিক অঞ্চলজুড়ে নৌ মহড়া পরিচালনা করেছে চীনের নৌবাহিনীর একটি স্ট্রাইক গ্রুপ।

সামুদ্রিক এ মহড়ায় চীনের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ জাহাজ শানতোং নেতৃত্ব দিয়েছে। এর মাধ্যমে চীনের নৌবাহিনী বিভিন্ন যুদ্ধের পরিস্থিতি অনুকরণ করে দীর্ঘ দূরত্বের যুদ্ধের সক্ষমতা বৃদ্ধির অনুশীলন করেছে তারা।

শানতোং বিমানবাহী জাহাজের নাবিক ছোং চৌয়ু বলেন, ‘এই ব্লু-ওয়াটার প্রশিক্ষণটি কৌশলগত প্রেক্ষাপট এবং চ্যালেঞ্জিং পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে ডিজাইন করা হয়েছে। বিমানবাহী জাহাজে বিমান ওঠানামা করার সময় অনেক সমস্যা হয়েছিল। ক্যারিয়ার-ভিত্তিক বিমানগুলো উড্ডয়ন এবং অবতরণের বিষয়গুলো বেশ কঠিন ছিল, যার জন্য আরও ভাল সমন্বয় প্রয়োজন। এই প্রশিক্ষণে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করে অনুশীলন করেছি। এই অনুশীলনের মাধ্যমে আমরা যুদ্ধের সময় কীভাবে বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করতে হয়, তা আরও ভালভাবে জানতে পেরেছি।

এই অনুশীলনে সৈন্যরা বড় একটি জাহাজের সঙ্গে মিলে কাজ করার চেষ্টা করেছিল। মহড়ায় সৈন্যদের জরুরি সাপ্লাই দেওয়ার বিষয়টিও অনুশীলন করা হয়। যুদ্ধক্ষেত্রের জাহাজগুলো থেকে একই সাথে সাপ্লাই গ্রহণ-প্রদান এবং পূর্বের স্থানে ফিরে আসার মহড়া পরিচালিত হয়।

শুভ/ফয়সল

Share this story on

Messenger Pinterest LinkedIn