শাংহাইতে স্প্যানিশ প্রধানমন্ত্রীর সার্ভান্তেস ইনস্টিটিউটের উদ্বোধনে যোগদান
সেপ্টেম্বর ১০, সিএমজি বাংলা ডেস্ক : শাংহাইতে স্প্যানিশ ভাষা ও সংস্কৃতিকে প্রচার করে এমন একটি কেন্দ্র সার্ভান্তেস ইনস্টিটিউটের উদ্বোধনে অংশ নিয়েছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। মঙ্গলবার তিনি এতে অংশ নিয়ে কেন্দ্র প্রতিষ্ঠায় অভিনন্দন জানান।
এসময় সানচেজ অন্যান্য অংশগ্রহণকারীদের সঙ্গে একটি প্রাণবন্ত সিংহ নাচ এবং ড্রাগন নাচের পারফরম্যান্স উপভোগ করেন। সানচেজ চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের আমন্ত্রণে ৮ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চীনে একটি সরকারী সফর করছেন। দেড় বছরের মধ্যে চীনে এটি তার দ্বিতীয় সফর।
শাংহাই ভ্রমণের আগে স্প্যানিশ প্রধানমন্ত্রী সোমবার বেইজিংয়ে চীনা এবং স্প্যানিশ কোম্পানিগুলোর সঙ্গে একটি ব্যবসায়িক সভায় যোগ দেন।
ঐশী/শান্তা
তথ্য ও ছবি : সিসিটিভি