বাংলা

সার্বিয়ায় নতুন চীন-ইউরোপ এক্সপ্রেস রেলওয়ে অ্যাসেম্বলি সেন্টার চালু

CMGPublished: 2024-09-09 18:56:19
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ৯, সিএমজি বাংলা ডেস্ক: বেলগ্রেডের প্রায় ৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত একটি শহর ইন্দজিজাতে আয়োজিত একটি অনুষ্ঠানে শনিবার শানতোং চায়না-ইউরোপ এক্সপ্রেস রেলওয়ে অ্যাসেম্বলি সেন্টারের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে, সার্বিয়া এবং চীনের সরকারী কর্মকর্তা এবং শিল্প প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চীনের শানতোং লিংলং টায়ার কোম্পানি লিমিটেডের প্রথম বিশেষ সরবরাহ চেইন ট্রেনের উপস্থাপনাও করা হয় ওই অনুষ্ঠানে।

সার্বিয়ার গার্হস্থ্য ও বিদেশী বাণিজ্য মন্ত্রী টোমিস্লাভ মোমিরোভিক বলেছেন, নতুন অ্যাসেম্বল সেন্টার সার্বিয়ার অবকাঠামো ও জ্বালানি প্রকল্পের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দেশটিকে এই অঞ্চলে একটি মূল লজিস্টিক হাব হিসাবে প্রতিষ্ঠিত করবে।

শান্তা/নাহার

Share this story on

Messenger Pinterest LinkedIn