বাংলা

বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় ব্যাপক সংস্কারের পরামর্শ জাতিসংঘের ৩ সংস্থার

CMGPublished: 2024-09-09 19:12:45
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ৯, সিএমজি বাংলা ডেস্ক: জাতিসংঘের ইউনিসেফ, ইউনেস্কো ও ইউএনএফপিএর কর্মকর্তারা বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় ব্যাপক সংস্কারের পরামর্শ দিয়েছেন।

সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠকে কর্মকর্তারা এই অভিমত ব্যক্ত করেন।

এ সময় শিক্ষানীতি হালনাগাদ করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তারা। প্রয়োজনে এ ব্যাপারে তারা বাংলাদেশকে যেকোনও সহযোগিতা দিতে রাজি।

বৈঠকে উপস্থিত ছিলেন– বাংলাদেশে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়ক এবং বাংলাদেশে ইউএনএফপিএর এজেন্সি প্রধান ক্রিস্টিন ব্লখুস, ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজ ও ইউনিসেফের ডেপুটি প্রতিনিধি এমা ব্রিগহামসহ অন্যরা।

শিক্ষা উপদেষ্টা প্রতিনিধি দলকে বলেন, বর্তমান সরকার মানসম্মত শিক্ষার ওপর জোর দিচ্ছে। এ ব্যাপারে জাতিসংঘ ও সংস্থাটির বিশেষায়িত সংস্থাগুলোর সহযোগিতাকে স্বাগত জানাবেন তারা।

শুভ/শান্তা

Share this story on

Messenger Pinterest LinkedIn