নিজ ভূখণ্ডে বিদেশি মালিকানাধীন হাসপাতাল তৈরির অনুমতি দেবে চীন
সেপ্টেম্বর ৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনজুড়ে নির্দিষ্ট কিছু শহর ও অঞ্চলে সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন হাসপাতাল তৈরির অনুমতি দেওয়ার পরিকল্পনা করেছে দেশটি। রোববার চীন সরকার এক সরকারি নথিতে এমন ঘোষণা দিয়েছে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় স্বাস্থ্য কমিশন এবং জাতীয় চিকিৎসা পণ্য প্রশাসনের যৌথভাবে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেইজিং, থিয়েনচিন, শাংহাই, নানচিং, সুচৌ, ফুচৌ, কুয়াংচৌ, শেনচেন এবং হাইনান দ্বীপজুড়ে এই হাসপাতালগুলো খোলার অনুমতি দেওয়া হবে। এসব হাসপাতাল প্রতিষ্ঠার শর্ত, প্রয়োজনীয়তা ও পদ্ধতি পরবর্তীতে জানানো হবে।
এতে আরও বলা হয়েছে, বিদেশি বিনিয়োগকারি প্রতিষ্ঠানগুলোকে বেইজিং, শাংহাই এবং কুয়াংতোংয়ের পাইলট ফ্রি-ট্রেড জোন এবং হাইনান ফ্রি ট্রেড পোর্টে মানব স্টেম সেল এবং জিন ডায়াগনোসিস এবং চিকিৎসা সম্পর্কিত প্রযুক্তি উন্নয়ন ও প্রয়োগের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া, এই প্রতিষ্ঠানগুলোকে মানব জেনেটিক সম্পদ ব্যবস্থাপনা, ওষুধের ক্লিনিকাল ট্রায়াল, ওষুধের নিবন্ধন ও উৎপাদন এবং নৈতিক পর্যালোচনা সম্পর্কিত প্রয়োজনীয়তা মেনে চলতে হবে। তাদেরকেও সংশ্লিষ্ট ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করতে বলা হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ আগ্রহী সেই বিদেশি উদ্যোগুলোকে আরও ভালভাবে কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতা করবে। পাশাপাশি প্রাসঙ্গিক ঝুঁকিগুলো সময়মতো চিহ্নিত করে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
শুভ/শান্তা