বাংলা

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট নির্মাণে বিশেষ অগ্রগতি চীনের

CMGPublished: 2024-09-09 19:07:27
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শানতোং প্রদেশের হাইইয়াং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। শনিবার এই কেন্দ্রের দ্বিতীয় পর্যায়ের তৃতীয় ইউনিটে একটি বিশেষ ধরনের গোলাকার আবরণ বা ডোম স্থাপন করা হয়েছে। এই ডোমটি পারমাণবিক চুল্লিটিকে সুরক্ষিত রাখবে।

এর মধ্য দিয়ে এই ইউনিটের সবচেয়ে বড় নির্মাণ কাজ শেষ হয়ে গিয়েছে। এখন থেকে এই ইউনিটে বিভিন্ন যন্ত্রপাতি স্থাপনের কাজ শুরু হবে। অর্থাৎ এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি বিদ্যুৎ উৎপাদন শুরু করার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল।

হাইইয়াং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি খুব শক্তিশালী এবং এতে আধুনিক ধরনের পারমাণবিক রিঅ্যাক্টর ব্যবহার করা হয়েছে। এই রিঅ্যাক্টরটি এতই উন্নত যে, কোনও ধরনের জরুরি পরিস্থিতিতে মানুষের হস্তক্ষেপ ছাড়াই ৭২ ঘণ্টা পর্যন্ত পারমাণবিক ইউনিটের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। এছাড়া এতে ব্যবহৃত ৩৯ দশমিক ৬ মিটারের শক্তিশালী ডোমটি এতটাই শক্তিশালী যে, কোনও কিছু এই রিঅ্যাক্টরের ক্ষতি করতে পারবে না। এই ডোমটিই রিঅ্যাক্টরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরক্ষা ব্যবস্থা।

শানতোং পারমাণবিক বিদ্যুৎ কোম্পানির প্রেসিডেন্ট লিয়ু ফেই বলেন, পুরো প্রকল্পটি দেশীয়ভাবে ডিজাইন এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে। প্রথম পর্যায় এবং দ্বিতীয় পর্যায়সহ ২০২৭ সালে এটি কার্যকর হলে বিদ্যুৎ কেন্দ্রটির চারটি ইউনিট বার্ষিক ৪০ বিলিয়ন কিলোওয়াটঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করতে পারবে, যা শানতোংয়ের আবাসিক চাহিদার অর্ধেক পূরণ করবে।’

হাইইয়াং প্ল্যান্টটি চীনের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এতে ছয় মিলিয়ন-কিওয়াট জেনারেশন ইউনিট এবং একটি মিনিচার ইন্টিগ্রেটেড নিউক্লিয়ার রিঅ্যাক্টরসহ দুটি অতিরিক্ত জেনারেশন ইউনিট স্থাপনের পরিকল্পনা করা হয়েছে।

শুভ/শান্তা

Share this story on

Messenger Pinterest LinkedIn