বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতায় এক সঙ্গে কাজ করবে চীন-যুক্তরাষ্ট্র
সেপ্টেম্বর ৮, সিএমজি বাংলা ডেস্ক: যোগাযোগ জোরদার, সহযোগিতা প্রসারিত এবং উভয় দেশের মধ্যে ব্যবসায়িক সহযোগিতার জন্য একটি অনুকূল নীতি ও পরিবেশ সৃষ্টি করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে ইচ্ছুক চীন।
শনিবার চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বাণিজ্য কার্যকরী গ্রুপের দ্বিতীয় উপমন্ত্রী পর্যায়ের বৈঠকে দেশটির আন্তর্জাতিক বাণিজ্য প্রতিনিধি এবং বাণিজ্য উপমন্ত্রী ওয়াং শৌওয়েন এমন আগ্রহের কথা জানিয়েছেন।
উত্তর চীনের থিয়েনচিন মিউনিসিপালিটিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় উভয় দেশের কর্মকর্তারা চীন এবং মার্কিন ব্যবসায়ীদের মতামত শুনেন এবং যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়েছেন। বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন ওয়াং শৌওয়েন এবং মার্কিন বাণিজ্য বিভাগের আন্তর্জাতিক বাণিজ্যের উপসচিব মারিসা ল্যাগো।
বৈঠকে উভয় পক্ষ অর্থনৈতিক ও বাণিজ্য নীতি, কর্পোরেট চাহিদা এবং ব্যবহারিক সহযোগিতাসহ বিস্তৃত বিষয় নিয়ে গভীর আলোচনা করেছেন। উভয় পক্ষই একে অপরের বাণিজ্য ও বিনিয়োগে প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে সম্মত হয়েছে। পাশাপাশি ক্রস বর্ডার তথ্য প্রবাহ, পরিদর্শন ও কোয়ারেন্টাইন, স্বাস্থ্যসেবা ও নারী স্বাস্থ্য, চিকিৎসা যন্ত্রপাতি এবং পরিবেশবান্ধব জ্বালানি ক্ষেত্রগুলোতে যোগাযোগ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
চীনের বাণিজ্য উপমন্ত্রী ওয়াং শৌওয়েন বলেন, ‘চীন সংস্কার অব্যাহত রাখবে, উন্মুক্ততা প্রসারিত করবে এবং উচ্চমানের উন্নয়ন অর্জন করবে। চীনের আধুনিকীকরণ এবং বৃহৎ জনসংখ্যা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয়, বরং একটি সুযোগ।’
এছাড়া দ্বিতীয় উপমন্ত্রী পর্যায়ের এ বৈঠকে চীন সেকশন ৩০১ ট্যারিফ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
শুভ/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি