বাংলা

আফ্রিকার সঙ্গে বেসরকারি খাতের সহযোগিতা বাড়াতে চায় চীন

CMGPublished: 2024-09-08 15:43:21
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ৮, সিএমজি বাংলা ডেস্ক: আফ্রিকার শিল্পায়ন বাড়ানোর লক্ষ্যে আলোচনার জন্য চীন-আফ্রিকা প্রাইভেট সেক্টর কো-অপারেশন ফোরাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার চীনের দক্ষিণাঞ্চলীয় শেনচেনের বিজ্ঞান-প্রযুক্তি ও উন্নত উৎপাদন কেন্দ্রে আয়োজিত এই ফোরামে দুই দেশের কর্মকর্তা এবং ব্যবসায়ী প্রতিনিধিরা একত্রিত হন।

ফোরামে প্রতিবেদন প্রকাশ এবং আন্তঃসীমান্ত ব্যক্তিগত উদ্যোগের ম্যাচমেকিং সেশনগুলো উপস্থাপন করা হয়।

এসময় ঘানার রাষ্ট্রপতি নানা আদ্দো ডানকওয়া আকুফো-আদ্দো বলেন, ঘানার ফোকাস স্পষ্ট - শিল্পায়ন, কৃষির আধুনিকীকরণ এবং সবুজ উন্নয়নে বিনিয়োগের সুযোগগুলো চিহ্নিত করা এবং ব্যবহার করা,"। পুরো আফ্রিকা জুড়ে শেনচেন সফল শিল্প রূপান্তরের পুনরাবৃত্তি ঘটবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

"আফ্রিকাতে শিল্প উন্নয়নে চীন-আফ্রিকা সহযোগিতাকে গভীর করা "এই থিমে অনুষ্ঠিত ফোরামে ২৫০জনের বেশি চীনা ও বিদেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন।

চিকিৎসা ও স্বাস্থ্যসেবা, পরিবহন এবং ই-কমার্স সহ বিভিন্ন সেক্টরের ব্যবসায়িক প্রতিনিধিরাও নতুন অংশীদারিত্ব গঠনের জন্য ব্যবসায়িক ম্যাচমেকিং সেশনে যুক্ত হন।

ঐশী/ফয়সল

Share this story on

Messenger Pinterest LinkedIn