মঙ্গোলিয়ার সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার চীনের ভাইস প্রেসিডেন্টের
সেপ্টেম্বর ৮, সিএমজি বাংলা ডেস্ক: মঙ্গোলিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর এবং সহযোগিতা সম্প্রসারণ করতে ইচ্ছুক চীন। চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং শনিবার মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটারে তিন দিনের সফরে এ কথা বলেছেন। মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী লুভসান্নামসরাই ওয়ুন-এরদেনে ও রাষ্ট্রপতি উখনা খুরেলসুখের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন।
ওয়ুন এরদেনের সঙ্গে সাক্ষাতে হান বলেন, চীন ও মঙ্গোলিয়া রাজনৈতিক আস্থা সুসংহত করবে, পারস্পরিক উপকারী সহযোগিতা প্রসারিত করবে এবং জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার প্রচার করবে।
জ্বালানি, সংযোগ ও অবকাঠামো নির্মাণে সহযোগিতার পাশাপাশি দুই দেশের মধ্যে আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে পরামর্শ ও সমন্বয়ের আহ্বান জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট হান। ২০২৩-২০২৫ সালকে ‘মঙ্গোলিয়া পরিদর্শনের বছর’ ঘোষণা করেছে মঙ্গেলিয়া। একে স্বাগত জানিয়েছে চীন। হান জানান, মঙ্গোলিয়ার যুব, ছাত্র ও গণমাধ্যমের সঙ্গে আদান-প্রদান জোরদার করতে প্রস্তুত চীন।
চীন-মঙ্গোলিয়া-রাশিয়া অর্থনৈতিক করিডোর নির্মাণের গতি ত্বরান্বিত করার আহ্বান জানিয়ে তিনটি দেশের সহযোগিতা আরও গভীর করার আশা প্রকাশ করেছেন হান চেং।
ওয়ুন এরদেনে উল্লেখ করেছেন, এই বছর মঙ্গোলিয়া ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৭৫তম, বন্ধুত্ব ও সহযোগিতা সংশোধিত চুক্তির ৩০তম এবং কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার দশম বার্ষিকী। তিনি বলেন, একটি নতুন যুগে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী মঙ্গোলিয়া।
খুরেলসুখের সঙ্গে বৈঠকে হান জোর দিয়ে বলেন, চীন সবসময় তার প্রতিবেশী কূটনীতিতে মঙ্গোলিয়ার সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দিয়েছে।
খুরেলসুখ বলেছেন, মঙ্গোলিয়া দৃঢ়ভাবে এক-চীন নীতি মেনে চলে এবং উভয় দেশের জনগণের কল্যাণে চীনের সঙ্গে সহযোগিতায় আগ্রহী মঙ্গোলিয়া।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: সিজিটিএন