বাংলা

প্রশাসনিক বিরোধ নিষ্পত্তির সক্ষমতা বেড়েছে চীনে

CMGPublished: 2024-09-07 18:47:36
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ৭, সিএমজি বাংলা ডেস্ক: প্রশাসনিক পুনর্বিবেচনা পদ্ধতির ব্যবহার করে প্রশাসনিক বিরোধ নিষ্পত্তি জোরদার করেছে চীন। শুক্রবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চীনের বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তা খং সিয়াংছুয়ান।

২০২৪ সালের প্রথমার্ধে চীনের প্রশাসনিক সংস্থাগুলোর কাছে পুনর্বিবেচনার অভিযোগ এসেছিল ২ লাখ ৯২ হাজারটি। এগুলোর মধ্যে নিষ্পত্তি হয়েছে ২ লাখ ২৫ হাজার অভিযোগের।

খং জানান, সরকারি দপ্তরগুলোর ত্রুটি সংশোধনের একটি তত্ত্বাবধায়ক প্রক্রিয়া হলো প্রশাসনিক পুনর্বিবেচনা। প্রশাসনিক বিচারকাজ নিষ্পত্তি করে ব্যক্তি ও ব্যবসার অধিকার রক্ষার অন্যতম চ্যানেল হিসেবে কাজ করে এটি।

তিনি আরও বলেন, ২০২৩ সালে নতুন প্রশাসনিক পুনর্বিবেচনা মামলার সংখ্যা বেড়েছে দেড় গুণ। এ সংক্রান্ত আইনের সংশোধনের ফলে প্রশাসনিক বিরোধের ক্ষেত্রে অভিযোগের পরিসরও বেড়েছে। পাশাপাশি সরকারের প্রচেষ্টার কারণে এ বছরের ২ লাখ ২ হাজার পুনর্বিবেচনা মামলা প্রশাসনিক মামলা পর্যায়ে গড়ায়নি বলেও জানান তিনি।

প্রশাসনিক পুনর্বিবেচনা ব্যবস্থা একটি অনুকূল ব্যবসায়িক পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেও জানান খং।

ফয়সল/শুভ

তথ্য ও ছবি: সিনহুয়া

Share this story on

Messenger Pinterest LinkedIn