বাংলা

সাংস্কৃতিক বিনিময় এগিয়ে নিতে আফ্রিকা-ইউনেস্কোর সঙ্গে কাজ করবে চীন

CMGPublished: 2024-09-07 18:48:38
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ৭, সিএমজি বাংলা ডেস্ক: শিক্ষা সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময় এগিয়ে নিতে আফ্রিকা ও ইউনেস্কোর সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে প্রস্তুত চীন।

শুক্রবার চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য তিং সুয়েশিয়াং বেইজিংয়ে অনুষ্ঠিত শিক্ষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ বিষয়ক চীন-আফ্রিকা-ইউনেস্কো সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে এমন আগ্রহের কথা জানিয়েছেন।

তিং জানান, ডিজিটাল শিক্ষা বিনিময় ও সহযোগিতা এগিয়ে নেওয়া, যুব কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোগক্তা হতে সাহায্য করা এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে যৌথ প্রচেষ্টা চালানো হবে।

এ সময় তিনি ইউনেস্কোর সঙ্গে যৌথভাবে একটি ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট ফান্ড গঠনের কথাও জানান। এই ট্রাস্টের উদ্দেশ্য হবে আফ্রিকার সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করা।

উদ্বোধনী এ অনুষ্ঠানে চীন ও আফ্রিকার প্রায় ৪৬০ জন অংশগ্রহণকারী, সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

শুভ/ফয়সল

তথ ও ছবি: সিজিটিএন

Share this story on

Messenger Pinterest LinkedIn