১৪তম ডাইভ সম্পন্ন করেছে চীনের ডুবোযান চিয়াওলং
সেপ্টেম্বর ৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের চিয়াওলং ডুবোযান ‘২০২৪ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অভিযানে’র ১৪তম ডাইভ সম্পন্ন করেছে। শুক্রবার চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানাল এ খবর।
আটজন বিদেশি এবং হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের তিন বিজ্ঞানীকে নিয়ে, চিয়াওলং গভীর সমুদ্রের মনুষ্যবাহী ডুবোযানটি পশ্চিম প্রশান্ত মহাসাগরের ছয়টি ডুবোপাহাড় এবং একটি অববাহিকার তলদেশে অভিযান চালিয়েছে।
৯টি দেশ ও অঞ্চল থেকে আসা এ অভিযানে অংশ নেওয়া গবেষকদের প্রত্যেকেরই মহাসাগরের জীববিজ্ঞান, সামুদ্রিক ভূতত্ত্ব এবং অন্যান্য দিকগুলো ব্যাপক দক্ষতা রয়েছে বলে জানালেন অভিযানের সহ-প্রধান বিজ্ঞানী ছিউ চিয়ানওয়েন।
অভিযাত্রী দলটির মতে, পশ্চিম প্রশান্ত মহাসাগরের কিছু জলমগ্ন পাহাড়ি এলাকায় রয়েছে উচ্চ জীববৈচিত্র্য এবং বিভিন্ন স্তরের গভীরতায় জীবের গঠনে উল্লেখযোগ্য পার্থক্য।
এ অভিযানে সাগরের তলদেশে প্রবালের বন এবং স্পঞ্জের বড় ক্ষেত্রও পাওয়া গেছে।
পরবর্তীতে হংকং ও ছিংতাওয়ের কিছু ক্লাসরুমের সঙ্গে ভিডিও সংযোগের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের সরাসরি গভীর সমুদ্রের প্রাণবৈচিত্র্য নিয়ে শেখানোর পরিকল্পনাও রয়েছে এ মিশনের বিজ্ঞানীদের।
ফয়সল/শুভ
তথ্য ও ছবি: সিসিটিভি