সি চিনপিংয়ের ভাষণের প্রশংসা করেছেন বিশেষজ্ঞরা
কেনিয়ার আফ্রিকা পলিসি ইনস্টিটিউটের চীন-আফ্রিকা কেন্দ্রের নির্বাহী পরিচালক ডেনিস মুনেনে বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন সুবিধার ওপর দৃষ্টি নিবদ্ধ করে, সি’র দেওয়া বক্তৃতাটি আফ্রিকান নবজাগরণের স্বপ্নকেই পুনরুজ্জীবিত করেছে।
কেনিয়ার ইউনিভার্সিটি অব নাইরোবির বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট সায়েন্সেস অনুষদের সহযোগী অধ্যাপক এক্স এন ইরাকি বলেছেন, সি চিনপিংয়ের বক্তব্যের সারকথা হলো আধুনিকীকরণ সবার অবিচ্ছেদ্য অধিকার, এবং এটি সম্পদ ও আধ্যাত্মিক অগ্রগতির ভারসাম্য তৈরি করে। তিনি আরও বলেন, সি’র বক্তব্যে এটিও পরিষ্কার যে চীন আফ্রিকাকে বোঝে।
লন্ডন এক্সপোর্ট কর্পোরেশনের সিইও জ্যাক পেরি বলেন, বৈশ্বিক দারিদ্র্য মোকাবেলা ও টেকসই উন্নয়নের সাপেক্ষে সি’র বক্তব্যটি ভবিষ্যত পরিকল্পনাগুলোর জন্য নতুন উদ্ভাবনের তরতাজা উদ্দীপনা হিসেবে কাজ করবে।
কেপ টাউনের নেলসন ম্যান্ডেলা স্কুল অফ পাবলিক গভর্ন্যান্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্লোস লোপেস বলেছেন, সি’র বক্তৃতার তাৎপর্য বহুপাক্ষিকতার সুরক্ষায় চীন-আফ্রিকান স্বার্থকে একীভূত করার মধ্যে নিহিত।
ফয়সল/ঐশী
তথ্য ও ছবি: চায়না ডেইলি ও সিসিটিভি