বাংলা

শরৎ নেমেছে কাহাই লেকে

CMGPublished: 2024-09-05 18:01:09
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনে এখন শরৎকালীন মনোরম প্রকৃতির আকর্ষণে বিভিন্ন পর্যটন স্থানে ভিড় জমিয়েছেন প্রকৃতিপ্রেমীরা। এমনি একটি পর্যটন স্থান উত্তর পশ্চিম চীনের কানসু প্রদেশের কাননান টিবেটান প্রিফেকচারের কাহাই-জেছা ন্যাশনাল নেচার রিজার্ভ।

কাহাই লেককে ঘিরে গড়ে উঠেছে এই সংরক্ষিত প্রাকৃতিক পার্ক। এখানে রয়েছে জলাভূমি। জলাভূমির বনাঞ্চল ও জীববৈচিত্র্য এখানকার প্রধান আকর্ষণ। শরতের আগমনের এই জলাভূমি পার্কে নতুন রূপে হেসে উঠেছে প্রকৃতি। প্রকৃতির এই চোখ জুড়ানো সৌন্দর্য উপভোগ করতে এখানে ভিড় জমিয়েছেন পর্যটকরা।

শান্তা/ফয়সল

Share this story on

Messenger Pinterest LinkedIn