বাংলা

বাংলাদেশের পোশাক শ্রমিকরা কাজে ফিরেছেন

CMGPublished: 2024-09-05 18:08:01
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ৫, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশে বৃহস্পতিবার সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্যে সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।

আজ থেকে শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টসগুলোয় উৎপাদন স্বাভাবিক রয়েছে। ঢাকা ইপিজেড এলাকায় সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল জোরদার করেছে। পুলিশ মোতায়েন করা হয়েছে গুরুত্বপূর্ণ পয়েন্টে।

এর আগে, শ্রমিক আন্দোলনের মুখে বুধবার সাভার ও আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। পোশাকশিল্প অধ্যুষিত এলাকায় বিক্ষোভ-ভাঙচুর হলে এই ছুটি ঘোষণা করা হয়।

এই পরিস্থিতিতে রাজধানীর উত্তরায় নিজস্ব ভবনে বৈঠকে বসেন বিজিএমইএ নেতারা। এতে সংগঠনের সাবেক ছয় সভাপতি, সেনাবাহিনী, পুলিশ, শিল্প পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি অংশ নেন। বৈঠকে যৌথবাহিনী বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানের আশ্বাস দিলে কারখানা খোলার সিদ্ধান্ত নেন ব্যবসায়ী নেতারা।

শান্তা/ফয়সল

Share this story on

Messenger Pinterest LinkedIn