বাংলা

চীনকে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জামায়াতের

CMGPublished: 2024-09-03 18:09:01
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ৩, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখার পাশাপাশি চীনকে বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

সোমবার রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠক শেষে জামায়াতের পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, চীনের রাষ্ট্রদূত, পলিটিক্যাল প্রতিনিধিসহ বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়েছে। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। কীভাবে বাংলাদেশ ও চীন আরও কাছাকাছি একসঙ্গে কাজ করতে পারে, শিক্ষা সংস্কৃতিসহ উন্নয়নে সব ক্ষেত্রে এগিয়ে যেতে পারে বাংলাদেশ সে ব্যাপারে আলাপ হয়েছে।

জামায়াত আমির বলেন, বাংলাদেশের উন্নয়নমূলক কাজে বড় অংশীদার হচ্ছে চীন। তাই আগামীতেও বাংলাদেশে উন্নয়নে আরও বেশি ইনভেস্ট করবে দেশটি এমনটাই প্রত্যাশার কথা জানান তিনি।

নাহার/শান্তা

তথ্য ও ছবি- সিনহুয়া

Share this story on

Messenger Pinterest LinkedIn