বাংলা

প্লাস্টিকের জুতা তৈরিতে উছুয়ানে বেড়েছে প্রযুক্তির ব্যবহার

CMGPublished: 2024-09-03 18:04:47
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের কুয়াংতোং প্রদেশের উছুয়ানকে বলা হয় ‘প্লাস্টিকের জুতার রাজধানী’। চাহিদার সঙ্গে তাল মেলাতে সম্প্রতি শহরটির জুতা নির্মাতারা বেছে নিচ্ছেন আরও আধুনিক প্রযুক্তি। জুতা তৈরিতে উছুয়ানে এখন ব্যবহৃত হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক যন্ত্র ও ত্রুটি শনাক্তকরণে অ্যাডভান্সড প্রযুক্তি। এতে করে শহরটিতে তৈরি প্লাস্টিকের স্লিপারের দাম কমে আসলেও বেড়েছে গুণগত মান।

সম্প্রতি অলিম্পিকে স্বর্ণপদকজয়ী ছুয়ান হংছানকে পরতে দেখা গেছে তার নিজের শহর উছুয়ানের তৈরি প্লাস্টিকের স্লিপার। প্লাস্টিক স্লিপার এ শহরের প্রচারে যা বেশ ভালো ভূমিকা রেখেছে। স্থানীয়ভাবে তৈরি জুতার প্রসারে ভূমিকা রাখছেন ছুয়ানের মতো অনেকেই।

উছুয়ানের ৪০০টি প্লাস্টিকের জুতা নির্মাণকারী প্রতিষ্ঠান এখন বছরে তৈরি করছে আড়াই কোটি জোড়া জুতা। স্থানীয় চাহিদা মিটিয়ে এ জুতার অধিকাংশই এখন রপ্তানি হচ্ছে।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: চায়না ডেইলি

Share this story on

Messenger Pinterest LinkedIn