বাংলা

টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

CMGPublished: 2024-09-03 18:13:51
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ৩, সিএমজি বাংলা ডেস্ক: ওয়ানডেতে হরহামেশায় জয় মিললেও টেস্টে বাংলাদেশের জয় আসে কালেভদ্রে। তবে এবার ব্যতিক্রমী এক বাংলাদেশকে দেখলো ক্রিকেট বিশ্ব। পাকিস্তানের মাঠে প্রথমবারের মতো ও সব মিলিয়ে বিদেশে তৃতীয়বারের মতো টেস্ট সিরিজ জয়ের কীর্তি গড়লো বাংলাদেশ ক্রিকেট দল।

২০০৩ সালে মুলতান টেস্টে জয়ের খুব কাছে গিয়েও হেরেছিল বাংলাদেশ। সেবার টাইগারদের হৃদয় ভেঙে পাকিস্তানকে রক্ষা করেছিলেন ইনজামাম উল হক। দুই দশকেরও বেশি সময় পর এবার রাওয়ালপিন্ডিতে টাইগারদের গর্জন! পাকিস্তানের বিপক্ষে এর আগে ১৩ টেস্টের মধ্যে ১২ বারই হেরেছিল বাংলাদেশ। সেরা সাফল্য ছিল ড্র।

পাকিস্তানের বিপক্ষে অধরা সেই জয় অবশেষে ধরা দিয়েছে। সেটাও আবার প্রতিপক্ষের ঘরের মাঠে, ১০ উইকেটের বিশাল ব্যবধানে। এবার দ্বিতীয় টেস্টেও এলো অসামান্য এক জয়। দিনের শুরুতে দুই উইকেট হারালেও নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক আর মুশফিকুর রহিমরা ঠিকই দলকে নিয়ে যান ১৮৫ রানের ল্যান্ডমার্কে। দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করলো টাইগাররা।

এর আগে, ২০০৯ সালের প্রথমবার দেশের বাইরে টানা দুই টেস্ট জয় করে বাংলাদেশ। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তাদেরই মাঠে দ্বিতীয়বারের মতো টেস্ট সিরিজ জেতে বাংলাদেশ। অন্যদিকে ২০২২ সালে ইংল্যান্ডের বাজবলের সামনে নিজেদের মাটিতে ৩ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানেই হারার পর এবার বাংলাদেশের বিপক্ষে ধবলধোলাই হওয়ার পথে রয়েছে পাকিস্তান।

শুভ/ফয়সল

Share this story on

Messenger Pinterest LinkedIn