বাংলা

বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে : চীনা রাষ্ট্রদূত

CMGPublished: 2024-09-02 19:29:34
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ২, সিএমজি বাংলা ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, চীন সরকার বাংলাদেশ ও এ দেশের জনগণের জীবনমান উন্নয়নে সবসময় সহযোগিতা করে যাবে।

রোববার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাতে আসে। এসময় রাষ্ট্রদূত এ কথা বলেন।

এসময় অনুষ্ঠিত এক বৈঠকে উপদেষ্টা দু’দেশের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক খাতে পারস্পরিক অংশীদারিত্ব ও সহযোগিতার জন্য চীনের প্রশংসা করেন। ছাত্র-জনতার সম্মিলিত ত্যাগের ফলে গঠিত এই অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতি, অন্যায়-অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে সবসময় অনমনীয় থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এবং বিগত আমলে বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে বিপুল পরিমাণ বিনিয়োগের কথা উল্লেখ করে চীনা রাষ্ট্রদূত বলেন, চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার এবং চীন সরকার সবসময় বাংলাদেশের জনগণের উন্নয়ন হয় এরকম প্রকল্পগুলোতে বিনিয়োগ করতে আগ্রহী। এসময় তিনি বর্তমানে চলমান চীনা প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করতে সরকারের সহযোগিতা চান।

নাহার/শান্তা

তথ্য ও ছবি- চীনা দূতাবাস

Share this story on

Messenger Pinterest LinkedIn