বাংলা

চীন জুড়ে শুরু হলো নতুন সেমিস্টার

CMGPublished: 2024-09-02 19:28:06
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ২, সিএমজি বাংলা ডেস্ক:গ্রীষ্মের ছুটি শেষে রোববার চীনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হয়েছে শরৎকালীন সেমেস্টার বা ‘ফল সেমেস্টার’। চীন জুড়ে স্কুল ও বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে শিক্ষার্থীদের পদচারণা। নতুন সেমিস্টারের সূচনা এবং আসন্ন শিক্ষক দিবসকে সামনে রেখে রোববার সকালে বেইজিংয়ের থিয়ানআনমেন স্কোয়ারে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১০ সেপ্টেম্বর চীনের ৪০তম শিক্ষক দিবস পালন করা হবে।

পতাকা উত্তোলন অনুষ্ঠান দেখতে বেইজিং এবং অন্যান্য অঞ্চলের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষক এবং শিক্ষার্থী এবং সেইসাথে দেশ জুড়ে পর্যটকরা সমবেত হন। চায়না ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম (বেইজিং) এর স্নাতক ছাত্র খাং হানপো বলেন, "জাতীয় সঙ্গীত বাজানোর মুহুর্তে, দেশের প্রতি সবার ভালবাসা ছিল স্পষ্ট। তেল ও গ্যাস ক্ষেত্র উন্নয়ন প্রকৌশলের ছাত্র হিসাবে, আমরা গুরুত্বপূর্ণ দায়িত্বের সাথে একটি গুরুত্বপূর্ণ যুগে বাস করছি। আমাদের দেশ দ্বিতীয় শতবর্ষের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের অবশ্যই আমাদের শক্তির ভবিষ্যত সুরক্ষিত করার দিকে মনোনিবেশ করতে হবে, সর্বোচ্চ কার্বন ডাই অক্সাইড নির্গমন এবং কার্বন নিরপেক্ষতার লক্ষ্য রাখতে হবে এবং যেখানেই আমাদের প্রয়োজন সেখানে আমাদের প্রচেষ্টায় অবদান রাখতে হবে।’

বেইজিং ইউনিভার্সিটি অফ পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনের স্কুল অফ কম্পিউটার সায়েন্সের ডিন ওয়াং শাংকুয়াং বলেন, "৪০ তম শিক্ষক দিবস ঘনিয়ে আসার সাথে সাথে, আমি শিক্ষকদের প্রতিনিধি হিসাবে থিয়ানআনমেন স্কোয়ারে থাকতে পেরে বিশেষভাবে রোমাঞ্চিত এবং গর্বিত। আমি ক্যাম্পাসে এই মিশন এবং দায়িত্ববোধ ফিরিয়ে আনব, এবং ব্যবহারিকভাবে উদ্ভাবনী প্রতিভা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ থাকব। আমাদের দেশের জন্য দক্ষতা অর্জন বৃদ্ধি করবো।’

রোববার সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও প্রাইমারি স্কুলগুলোতে শিশুদের জন্য ছিল বিশেষ ক্লাস। প্রথম গ্রেডের শিশুরা স্কুলের প্রথমদিনটি আনন্দ ও উৎসাহের সঙ্গে উপভোগ করে। তাদের জন্য বিভিন্ন রকম খেলাধুলারও আয়োজন ছিল এদিন।

শান্তা/মিম

Share this story on

Messenger Pinterest LinkedIn