বাংলা

১১ বারের মতো চীন সফরে জিবুতির প্রেসিডেন্ট

CMGPublished: 2024-09-02 19:33:56
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ২, সিএমজি বাংলা ডেস্ক : ফোরাম অন চায়না-আফ্রিকা কোঅপারেশন বা এফওসিএসি শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন জিবুতির প্রেসিডেন্ট ইসমাঈল ওমর গুয়েলেহ। এই এফওসিএসি শীর্ষ সম্মেলনে ৪ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর বেইজিংয়ে অনুষ্ঠিত হবে।

রোববার রাজধানীর বিমানবন্দরে চীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা একটি জমকালো আয়োজনের মাধ্যমে স্বাগত জানান প্রেসিডেন্টকে।

এবারের চীন সফর ইসমাঈল ওমর গুয়েলেহের ১১তম সফর। এর আগে ২০১৯ সালে তিনি চীন সফরে এসেছিলেন।

চলতি বছর চীন ও জিবুতির কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৫ তম বার্ষিকী।

গেল বছর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই প্রেসিডেন্টের প্রথম চীন সফর ।

আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান মুসা ফাকি মাহামতসহ অনেক আফ্রিকান নেতা এই শীর্ষ সম্মেলনে প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এ ছাড়া জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে যোগ দেবেন ।

পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থাগুলোও পর্যবেক্ষক হিসেবে সম্মেলনে যোগ দেবে।

চীনের প্রেসিডেন্ট সি চিনপিং ৫ সেপ্টেম্বর শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন।

নাহার/শান্তা

তথ্য ও ছবি- সিসিটিভি

Share this story on

Messenger Pinterest LinkedIn