বাংলা

উত্তর চীনের সাংস্কৃতিক ঐতিহ্য আন্তর্জাতিক দর্শনার্থীদের আকর্ষণ করে

CMGPublished: 2024-09-02 19:32:41
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ১, সিএমজি বাংলা ডেস্ক: উত্তর চীনের হ্যপেই প্রদেশের চ্যংতিং কাউন্টিতে সাংস্কৃতিক ঐতিহ্য যেমন আছেন তেমনি আইকনিক মন্দির আছে অনেকগুলো। এর সৌন্দর্য বিশ্বব্যাপী দর্শকদের মোহিত করছে।

এই গ্রীষ্মে, বেইজিং থেকে মাত্র তিন ঘণ্টার পথের ঐতিহাসিক শহর চ্যংতিংয়ে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ফলে গত বছরের তুলনায় সাংস্কৃতিক পর্যটন বুকিং ৬২ দশমিক ৭ শতাংশ বেড়েছে।

চ্যংতিংয়ের মন্দির এবং সংস্কৃতি ছাড়াও রঙকুও পর্যটন স্পটে "ড্রিম অফ দ্য রেড চেম্বার"একটি আকর্ষণে রূপান্তরিত হয়েছে। এটি ১৯৮৭ সালে তৈরি করা হয়।

ঐশী/শান্তা

Share this story on

Messenger Pinterest LinkedIn