বাংলা

চলতি বছরের বড় প্রকল্পে চীনের ব্যক্তিখাতের বিনিয়োগ ৫ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে

CMGPublished: 2024-09-01 18:49:00
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ১, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৪ সালে চীনের অবকাঠামো ও অন্যান্য বড় প্রকল্পে ব্যক্তিখাতের বিনিয়োগ এখন পর্যন্ত ৫ ট্রিলিয়ন ইউয়ান (প্রায় ৭০৫ বিলিয়ন ডলার) ছাড়িয়ে গেছে। চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের (এনডিআরসি) সর্বশেষ তথ্যে জানা গেছে এ খবর।

এই বছর, চীন রেল ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোয় ব্যক্তিখাতের বিনিয়োগকে উৎসাহিত করতে একাধিক নীতি চালু করেছে। পদক্ষেপগুলোর মধ্যে আছে প্রচারণা কার্যক্রম, জাতীয় ডাটাবেস তৈরি, অবকাঠামো খাতে রিয়েল এস্টেট বিনিয়োগ ট্রাস্ট ইস্যু করার জন্য বেসরকারি বিনিয়োগ প্রকল্পকে সমর্থন করা এবং সরকার ও বেসরকারি বিনিয়োগকারীদের মধ্যে সহযোগিতার সুবিধার্থে নতুন প্রক্রিয়া প্রতিষ্ঠা করা।

২০২৪ সালের শুরু থেকে, চীনে ৫ দশমিক ০৮ ট্রিলিয়ন ইউয়ান বিনিয়োগে ব্যক্তিগত-অর্থায়নকৃত প্রকল্প ছিল ৩ হাজার ৫৫৬টি। এর মধ্যে, চীন সরকার নিয়মিতভাবে ১৫২৭টি প্রকল্পের প্রচার ও উন্নয়ন কার্যক্রম তদারকি করেছে, যা উৎপাদন এবং শহুরে অবকাঠামোর মতো ১২টি খাতে বিনিয়োগে ১ দশমিক ২৬ ট্রিলিয়ন ইউয়ান (প্রায় ১৭৭ বিলিয়ন ইউএস ডলার) আকৃষ্ট করতে পেরেছে।

এখন চীনের আরও ১৮৯টি প্রকল্প ব্যক্তিখাতে অন্তর্ভুক্ত হয়েছে। প্রকল্পগুলোর সমর্থনে চীন সরকার ভূমি ও সমুদ্রের ব্যবহার উন্নীতকরণের পাশাপাশি অর্থায়নেও সহায়তা দিয়েছে।

ফয়সল/নাহার

তথ্য ও ছবি: সিসিটিভি

Share this story on

Messenger Pinterest LinkedIn