বাংলা

বেইজিং পৌঁছেছেন গিনির প্রেসিডেন্ট মামাদি ডোমবুইয়া

CMGPublished: 2024-09-01 19:10:11
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ১, সিএমজি বাংলা ডেস্ক : ফোরাম অন চায়না-আফ্রিকা কোঅপারেশন বা এফওসিএসি শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন গিনির প্রেসিডেন্ট মামাদি ডোমবুইয়া। এই এফওসিএসি শীর্ষ সম্মেলনে ৪সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর বেইজিংয়ে অনুষ্ঠিত হবে।

রোববার বিকালে রাজধানীর বিমানবন্দরে চীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা একটি জমকালো আয়োজনের মাধ্যমে স্বাগত জানান প্রেসিডেন্টকে।

চলতি বছর গিনি ও চীনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬৫ তম বার্ষিকী। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের কাঠামোর মধ্যে, দুই দেশ খনিজ সম্পদ উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং জ্বালানি শিল্পে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

নাহার/ফয়সল

তথ্য ও ছবি- সিসিটিভি

Share this story on

Messenger Pinterest LinkedIn