বাংলা

উৎক্ষেপণের জন্য প্রস্তুত চীনের প্রথম মিথেন পর্যবেক্ষণ স্যাটেলাইট

CMGPublished: 2024-08-31 18:39:33
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আগস্ট ৩১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রথম হাই-রেজোলিউশনের মিথেন পর্যবেক্ষণ বাণিজ্যিক স্যাটেলাইট সফলভাবে তৈরি করা হয়েছে এবং এই বছরের শেষের দিকে এটি উৎক্ষেপণ করা হবে। সম্প্রতি এমনটা জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

সিকুয়াং-০০৪ নামের স্যাটেলাইটটি চীনা গবেষকরা দুই বছরে তৈরি করেছেন।

স্যাটেলাইটটি বায়ুমণ্ডলে মিথেনের লিকেজ পর্যবেক্ষণ, লিকেজের পরিমাণ মূল্যায়ন এবং কার্বন নিরপেক্ষতা ক্ষমতা মূল্যায়ন করা যাবে এতে।

৭৫ কিলোগ্রাম ওজনের স্যাটেলাইটটি মিথেনের ঘনত্ব ও ক্লোরোফিল ফ্লুরোসেন্স শনাক্ত করবে। একটি মাল্টিস্পেকট্রাল ইমেজিং ক্যামেরাও আছে এতে। স্যাটেলাইটিট পরিবেশগত পর্যবেক্ষণ, শক্তি ব্যবস্থাপনা, অর্থ এবং অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাত্ত দিতে পারবে।

স্যাটেলাইটটি সারা বিশ্বে কয়লা খনি, তেল ও গ্যাস ক্ষেত্র, আবর্জনা এবং অন্যান্য উৎস থেকে কতখানি মিথেন নির্গমন হচ্ছে তা যাচাই করতে পারবে।

ফয়সল/ঐশী

তথ্য ও ছবি: সিসিটিভি

Share this story on

Messenger Pinterest LinkedIn