বাংলা

প্যারালিম্পিক ২০২৪: দ্বিতীয় দিনে একাধিক রেকর্ড ভেঙে শীর্ষে চীন

CMGPublished: 2024-08-31 18:35:43
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আগস্ট ৩১, সিএমজি বাংলা ডেস্ক: টানা বৃষ্টি সত্ত্বেও প্যারিস ২০২৪ প্যারালিম্পিক গেমসের দ্বিতীয় দিনে বেশ কয়েকটি রেকর্ড ভেঙে নতুন ৪টিসহ মোট ১২টি স্বর্ণপদক জিতেছেন চীনা অ্যাথলেটরা। সঙ্গে আছে ৯টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ পদক। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গ্রেট ব্রিটেন এ পর্যন্ত জিতেছে ৬টি স্বর্ণপদক এবং তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিল জিতেছে ৫টি।

পুরুষদের ২০০ মিটার এসএম৬ ফাইনালে চীনা সাঁতারু ইয়াং হং ২ মিনিট ও ৩৭ দশমিক ৩১ সেকেন্ডে বিশ্ব রেকর্ড গড়ে স্বর্ণপদক নিশ্চিত করেন। গত বছরের হ্যাংচৌ এশিয়ান প্যারা গেমসে গড়া নিজের রেকর্ডটাই ভাঙেন ইয়াং।

তি তোংতোং পুরুষদের লং জাম্পে বর্তমান চ্যাম্পিয়ন। তিনিও 6.85 মিটার লাফ দিয়ে তার নিজের রেকর্ড ভেঙে প্যারালিম্পিকে দ্বিতীয় সোনাটি জিতেছেন।

নারীদের ২০০ মিটারে রেকর্ড ভেঙে নিজের শিরোপা অক্ষুণ্ন রেখেছেন ওয়েন সিয়াওয়ান। ১০০ মিটারের ইভেন্টে স্বর্ণপদক জেতেন চৌ সিয়া।

ফয়সল/ঐশী

তথ্য ও ছবি: সিজিটিএন ও সিনহুয়া

Share this story on

Messenger Pinterest LinkedIn