বাংলা

চীনের উৎপাদন খাতের ক্রয় সূচক ৪৯ ছাড়িয়ে

CMGPublished: 2024-08-31 18:29:23
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আগস্ট ৩১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের পণ্য উৎপাদন খাতের ক্রয় ব্যবস্থাপনা সূচক বা পিএমআই আগস্টে ছিল ৪৯ দশমিক ১। টানা চার মাস এটি ৪৯-এর বেশি। শনিবার অফিসিয়াল তথ্যে এমনটা জানা যায়।

চায়না ফেডারেশন অব লজিস্টিকস অ্যান্ড পারচেজিং ও জাতীয় পরিসংখ্যান ব্যুরোর পরিষেবা শিল্প জরিপ কেন্দ্র শনিবার চীনের পিএমআই পরিসংখ্যান প্রকাশ করে।

বড় আকারের সরঞ্জাম নবায়ন ও ভোক্তাপণ্য লেনদেন কর্মসূচির মতো নীতিগুলোর প্রভাব এখন চীনের উৎপাদন খাতে স্পষ্ট হয়ে উঠছে। সেইসঙ্গে সরবরাহ ও চাহিদা দুই দিক দিয়েই নতুন বৃদ্ধির চালিকাশক্তিগুলোর ব্যাপক উন্নয়ন হয়েছে।

ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির পিএমআই আগস্টে ৫১ দশমিক ২-এ দাঁড়িয়েছে, যা আগের মাসের তুলনায় ১.৭ শতাংশ পয়েন্ট বেশি। হাই-টেক ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির পিএমআই ছিল ৫১ দশমিক ৭, জুলাই থেকে যা ২.৩ শতাংশ পয়েন্ট বেড়েছে। বড় ব্যবসায়িক উদ্যোগগুলোর পিএমআই বছরের শুরু থেকে ক্রিটিক্যাল পয়েন্টের ওপরে রয়েছে।

সার্ভিস ইন্ডাস্ট্রি সার্ভে সেন্টারের কর্মকর্তা হুও লিহুই জানালেন, চীনের খাদ্য, পানীয়, পরিশোধিত চা, রেলপথ, জাহাজ নির্মাণ, মহাকাশ সরঞ্জাম এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি সম্পর্কিত শিল্পের উৎপাদন পরিমাপ এবং নতুন অর্ডারের উপ-সূচকগুলো ৫৪ এর ওপরে, যা এসব খাতের উৎপাদন ও চাহিদা বৃদ্ধিকে ইঙ্গিত করছে।

ফয়সল/ঐশী

তথ্য ও ছবি: সিসিটিভি

Share this story on

Messenger Pinterest LinkedIn