বাংলা

স্যাটেলাইট বেস স্টেশন পরিষেবা নেটওয়ার্ক চালু হলো চীনে

CMGPublished: 2024-08-30 17:56:50
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আগস্ট ৩০, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ-পশ্চিম চীনের ছংছিং এলাকায় বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে জাতীয় স্যাটেলাইট বেস স্টেশন পরিষেবা নেটওয়ার্ক চালুর ঘোষণা দিয়েছে দেশটির প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়।

বিভিন্ন অঞ্চলজুড়ে সমীক্ষা ও মানচিত্রের উপাত্ত শেয়ার করার এ নকশায় চীনজুড়ে থাকা ৩ হাজার ৩০০টি স্যাটেলাইট বেস স্টেশনের ডেটা সমন্বয় করা হবে।

জাতীয় স্যাটেলাইট বেস স্টেশন পরিষেবা নেটওয়ার্ক হলো জরিপ ও ম্যাপিংয়ের জন্য একটি পরিকাঠামো। এসব কাজের ভিত্তি হবে এই পরিষেবা নেটওয়ার্ক। ভবিষ্যতে ডিজিটাল অর্থনীতি, স্বল্প উচ্চতার আকাশ অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্ত যানবাহন এবং আরও অনেক ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট অবস্থান জানার চাহিদা বাড়বে। আর এসব ক্ষেত্রে এই স্যাটেলাইট স্টেশন পরিষেবা কাঠামোটি কাজে আসবে বলে জানিয়েছেন চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের ভূমি জরিপ ও মানচিত্র বিভাগের পরিচালক চৌ সিং।

১৯৯৪ সালে যাত্রা শুরু করে বেইদু নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম বিডিএস। এরপর বিডিএস-১ ও বিডিএস-২ এর নির্মাণ যথাক্রমে ২০০০ ও ২০০২ সালে সম্পন্ন হয়। ২০২০ সালে বিডিএস-৩ চালু হওয়ার পর বিশ্বের তৃতীয় দেশ হিসেবে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম সমৃদ্ধ হয় চীন।

ফয়সল/শান্তা

Share this story on

Messenger Pinterest LinkedIn