চীনের সবুজ জ্বালানিতে বিনিয়োগকারীদের আগ্রহী করেছে ছিংতাও সম্মেলন
আগস্ট ৩০, সিএমজি বাংলা ডেস্ক: ৫তম ছিংতাও বহুজাতিক শীর্ষ সম্মেলনে যোগদানকারীরা এখন চীনের পরিবেশবান্ধব বাজারে প্রবেশের জন্য উন্মুখ। প্রচলিত জ্বালানির গণ্ডি পেরিয়ে তারা সবাই নবায়নবযোগ্য জ্বালানির উৎসে নিজেদের স্থানান্তর করতে আগ্রহী। ‘মাল্টিন্যাশনাল কর্পোরেশন ও চীন’ থিমে পূর্ব চীনের শানতোং প্রদেশের ছিংতাও শহরে বুধবার পঞ্চম ছিংতাও বহুজাতিক শীর্ষ সম্মেলনে এমনটাই বলেছেন অংশগ্রহণকারীরা।
সম্মেলনে ৫৫০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন। এদের মধ্যে ১৮ জন সাবেক সিইও। অংশগ্রহণকারীদের ২০ শতাংশ প্রথমবারের মতো এ সম্মেলনে যোগ দিয়েছেন।
অংশগ্রহণকারীরা সবুজ বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা নিয়ে মতামত ব্যক্ত করেন। এ সম্মেলনে চীনের উপকূলীয় ও অন্যান্য অঞ্চলে পরিবেশবান্ধব বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন নর্দার্ন অফশোর, ক্যারারো চায়নাসহ আরও কয়েকটি বহুজাতিক প্রতিষ্ঠান থেকে আসা উচ্চপদস্থ কর্মকর্তারা।
ফয়সল/শান্তা