বাংলা

সংস্কার কাজ এগিয়ে নিতে সর্বাত্মক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট সি চিনপিং

CMGPublished: 2024-08-30 15:37:05
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আগস্ট ৩০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের সংস্কার কাজ বাস্তবায়ন ও এগিয়ে নিতে সর্বাত্মক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট সি চিনপিং।

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি, সেন্ট্রাল কমিশন ফর ডিপেনিং সামগ্রিক সংস্কারের ষষ্ঠ সভায় বৃহস্পতিবার সভাপতিত্ব করার সময় এই আহ্বান জানান। এই কমিশনের প্রধান সি বলেন, "আমাদের অবশ্যই আমাদের মনকে মুক্ত করতে হবে, সত্য খুঁজতে হবে, সময়ের সাথে চলতে হবে এবং একটি বাস্তববাদী এবং সঠিক দৃষ্টিভঙ্গি নিতে হবে”।

সমন্বিত গভীর সংস্কার একটি দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত উল্লেখ করে সি চিনপিং বর্তমান সংস্কারের অর্জন ও অভিজ্ঞতাকে ভালোভাবে কাজে লাগানোর আহ্বান জানান।

বৈঠকে লি ছিয়াং, ওয়াং হুনিং এবং ছাই ছি সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সকল সদস্য এবং সামগ্রিক সংস্কারের জন্য কেন্দ্রীয় কমিশনের উপ-পরিচালকরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবারের বৈঠকে সিপিসি কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীভূত, সংস্কারের উপর ঐক্যবদ্ধ নেতৃত্ব বজায় রাখার এবং সংস্কারের যথাযথ শৃঙ্খলা, গতি এবং সময় নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, মূলধন প্রবাহ, পরিবহন এবং ভ্রমণের পাশাপাশি ডেটার নিরাপদ ও সুশৃঙ্খল প্রবাহের সুবিধার্থে ফাইন-টিউনিং পলিসি মেকানিজমের ওপর জোর দেওয়া হয়েছে।

শান্তা/ফয়সল

Share this story on

Messenger Pinterest LinkedIn