বাংলা

ছেংতুতে বেল্ট অ্যান্ড রোড ২০২৪ মিডিয়া সহযোগিতা ফোরাম অনুষ্ঠিত

CMGPublished: 2024-08-30 15:57:54
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আগস্ট ৩০, সিএমজি বাংলা ডেস্ক: বেল্ট অ্যান্ড রোড বিষয়ক ‘২০২৪ মিডিয়া সহযোগিতা ফোরাম’ দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের ছেংতুতে অনুষ্ঠিত হয়েছে। বিআরআই বিষয়ে মিডিয়া সহযোগিতা আরও গভীর করা এবং সাধারণ উন্নয়নের লক্ষ্যে সম্প্রতি এ ফোরাম অনুষ্ঠিত হয়।

ইভেন্টে প্রায় ৮০টি দেশের মিডিয়া সংস্থার ২০০ জনেরও বেশি প্রতিনিধি, কর্মকর্তা ও ব্যবসায়ীরা একত্রিত হয়েছিলেন।

প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, মিডিয়া সংস্থাগুলো বিআরআই অংশীদার দেশগুলোর মধ্যে সহযোগিতার গল্প সবাইকে জানানো উচিত এবং বিশ্বজুড়ে অভিন্ন উন্নয়নের প্রসারে এসব অবদানের খবরও বেশি করে প্রচার করা উচিত।

২০১৩ সালে শুরুর পর থেকেই বিআরআই ক্রমশ এগিয়ে চলেছে এবং মিডিয়া সংস্থাগুলোকে এ সংক্রান্ত তথ্য প্রচার এবং এ কাজে ডিজিটাল ও স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানানো হয় অনুষ্ঠানে।

পিপলস ডেইলি এবং সিচুয়ান প্রদেশ কর্তৃপক্ষ যৌথভাবে সম্মেলনটির আয়োজন করেছিল। ফোরামে বিআরআই মিডিয়া সহযোগিতা সংক্রান্ত একটি উদ্যোগও ঘোষণা করা হয়।

ফয়সল/শান্তা

Share this story on

Messenger Pinterest LinkedIn