বাংলা

চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের তিনদিনব্যাপী ত্রাণ বিতরণ

CMGPublished: 2024-08-30 14:46:08
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ঢাকা, আগস্ট ৩০, সিএমজি বাংলা : বাংলাদেশে বন্যাদুর্গত মানুষের সহায়তায় চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের উদ্যোগে সম্প্রতি তিনদিন ধরে কুমিল্লার চৌদ্দগ্রাম অঞ্চলের বাতিসা ইউনিয়নের পাটানন্দী, ভস্করা, ডালবা ও দেবীপুর গ্রামে প্রায় ৬০০ পরিবারের মধ্যে ত্রান বিতরন করা হয়েছে।

সংগঠনটির প্রেস ও মিডিয়া বিষয়ক সহকারী সম্পাদক তাহরিমা ইসলাম সিএমজি বাংলাকে জানান এই তথ্য।

তাহরিমা জানান, চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের সাধারন সম্পাদক ড. ফখরুল ইসলাম বাবুর উদ্যোগে, সমাজকল্যাণ সম্পাদক মো. শরীফুল ইসলাম এবং সাংগাঠনিক সম্পাদক এস এম এফ মুনিরের সহযোগিতায় এই ত্রাণকাজ পরিচালিত হয়। সমগ্র কার্যক্রমে স্বেচ্ছাশ্রম দিয়ে পাশে থেকে কার্যক্রমটি সাফল্যমন্ডিত করেন, একতাই শক্তি সামাজিক কল্যানমুখী সংগঠন কুমিল্লার প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা সাইফুল ইসলাম সাগর। পরবর্তী কার্যক্রম হিসেবে আরো ১০০০ পরিবারের জন্য খাদ্য সামগ্রী; ১০,০০০ মানুষের জন্য কাপড় বিতরণ কর্মসূচির প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

তাহরিমা ইসলাম বলেন, ‘বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার। আর এরই মাধ্যমে বাংলাদেশ ও চায়না বন্ধুত্বের সম্পর্ক হবে আরো সুদৃঢ়।’

শান্তা/ফয়সল

Share this story on

Messenger Pinterest LinkedIn