বাংলা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

CMGPublished: 2024-08-30 14:44:38
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ঢাকা, আগস্ট ৩০, সিএমজি বাংলা: বাংলাদেশে সাপ্তাহিক ছুটির দিনেও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশ তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

ঘটনাস্থল থেকে সিএমজির জ্যেষ্ঠ সাংবাদিক শাহেনশাহ রাসেল জানান, সিদ্ধিরগঞ্জ থেকে লাঙ্গলবন্দ পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকায় তীব্র যানজটে নাকাল হচ্ছেন যাত্রীরা। রাস্তাতে ত্রাণের ট্রাক,পিকআপ ও ব্যক্তিগত গাড়ির পাশাপাশি এই রুটের নিয়মিত গাড়ি ও পণ্যবাহী ট্রাকে এখন প্রায় অচল রাস্তা।সহস্রাধিক গাড়ির চাপে তীব্র যানজটের মুখে চালক থেকে শুরু করে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা গন্তব্যস্থলে যাওয়ার জন্য মহাসড়কে অবস্থান করতে হচ্ছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক গণমাধ্যমকে বলেন, সকাল ৭টার দিকে লাঙ্গলবন্দ এলাকায় মহাসড়কে একটি যান বিকল হয়ে যায়। পাশাপাশি ত্রাণের গাড়ি থেকে শুরু করে যানবাহনের চাপ বেশি। এই কারণে যানজটের সৃষ্টি হয়েছে।

তবে সড়কপথের কয়েকজন বাসচালক জানান, গত কয়েকদিন ধরেই মহাসড়কে তীব্র যানজট দেখা যাচ্ছে।

শান্তা/ফয়সল

ছবি: সিএমজি বাংলা

Share this story on

Messenger Pinterest LinkedIn