বাংলা

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন: ইয়াও ওয়েন

CMGPublished: 2024-08-21 17:42:28
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আগস্ট ২১, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে চীন হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বুধবার সকালে ঢাকার গুলশানে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির চেয়ার পার্সনের কার্যালয়ে দলটির মহাসচিবসহ অন্যদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন চীনের রাষ্ট্রদূত।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও আব্দুল মঈন খান।

বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূত বলেন, বিএনপির সঙ্গে আলোচনায় বড় সুযোগ হয়েছে, ভালো আলোচনা হয়েছে। চীনের সহযোগিতা অব্যাহত থাকবে। চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। বাংলাদেশ স্থিতিশীল হবে, উন্নয়ন অব্যাহত থাকবে। অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন করেন তিনি, প্রত্যাশা করেন অল্পকিছু দিনেই পরিস্থিতি স্বাভাবিক হবে।

মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপি দীর্ঘদিন পর রাষ্ট্রদূতকে পেয়ে আনন্দিত। বাংলাদেশের জনগণের প্রতি তাদের যে কমিটমেন্ট তা অব্যাহত রাখবে। ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে চীন বাংলাদেশের পাশে থাকবে। মির্জা ফখরুল আরও বলেন চীনের সঙ্গে বিএনপির সম্পর্ক আরও গভীর হবে। পারস্পরিক আস্থা আরও বৃদ্ধি পাবে।

শান্তা/নাহার

Share this story on

Messenger Pinterest LinkedIn