বাংলা

‘অস্ত্র বাণিজ্য চুক্তিতে দৃঢ় সমর্থন রয়েছে চীনের’

CMGPublished: 2024-08-20 17:09:09
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আগস্ট ২০, সিএমজি বাংলা ডেস্ক: অস্ত্রের বাণিজ্য নিয়ন্ত্রণ এবং অস্ত্র ব্যবসার বৈশ্বিক শাসন ব্যবস্থার উন্নতির জন্য চীন সবসময় সচেষ্ট। এর জন্য অন্যান্য রাষ্ট্রের সঙ্গে চীন অস্ত্র বাণিজ্য চুক্তি (এটিটি) সংশ্লিষ্ট কাজকে দৃঢ়ভাবে সমর্থন করে। সোমবার এটিটি সংশ্লিষ্ট দশম কনফারেন্স অব স্টেটস পার্টিজ-এ দেওয়া বক্তব্যে এমনটা জানিয়েছেন জেনেভায় নিরস্ত্রীকরণ বিষয়ক চীনা দূত শেন চিয়ান।

শেন উল্লেখ করেন, বিশ্বব্যাপী প্রচলিত অস্ত্র ব্যবসা নিয়ন্ত্রণকারী জাতিসংঘ কাঠামোর মধ্যে একমাত্র আইনগত সংগঠন হিসেবে বিশ্ব শান্তি বজায় রাখতে বিশেষ ভূমিকা পালন করছে এটিটি।

তিনি আরও বলেন, ২০২০ সালে এ চুক্তিতে চীন আনুষ্ঠানিকভাবে যোগ দেয়। বিশ্ব শাসন ব্যবস্থাকে সমুন্নত রাখার পাশাপাশি বহুপাক্ষিকতাকে সমর্থন এবং মানবজাতির জন্য একটি অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গঠনে চীন তার আন্তরিকতা ও দৃঢ়তা দেখিয়ে আসছে।

শেন জোর দিয়ে বলেন, চীন সবসময় অস্ত্র ব্যবসার বৈশ্বিক শাসন সংক্রান্ত চুক্তিতে সক্রিয় অবদানকারী। অস্ত্র বাণিজ্য সংক্রান্ত বিষয়ে চীন একটি সতর্ক এবং দায়িত্বশীল মনোভাব নিয়েছে। সামরিক সরঞ্জাম রপ্তানিতেও চীন কঠোরভাবে নীতি ও প্রবিধান মেনে চলে বলে জানান শেন।

চীনা দূত বলেন, যেকোনো আঞ্চলিক সংঘাতে ইন্ধন যোগানোর বিরোধিতা করে চীন। একইসঙ্গে অস্ত্র ব্যবসা বা চুক্তিকে রাজনীতিকরণের বিপক্ষেও চীনের স্পষ্ট অবস্থানের কথা জানান শেন চিয়ান।

অস্ত্র বাণিজ্য চুক্তিটি ২০২৩ সালের ২ এপ্রিল জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়। পরের বছরের ২৪ ডিসেম্বর থেকে এটি কার্যকর হয়৷ এখন পর্যন্ত এ চুক্তিতে ১১৫টি দেশ স্বাক্ষর করেছে।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি

Share this story on

Messenger Pinterest LinkedIn