বাংলা

ব্রিটেন ও চীনের মধ্যে নতুন কার্গো রুট চালু

CMGPublished: 2024-08-20 15:31:53
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আগসট ২০, সিএমজি বাংলা ডেস্ক: ব্রিটেনের বোর্নমাউথ এবং উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী শহর উরুমছির মধ্যে নতুন কার্গো রুট চালু হয়েছে। সোমবার এই কার্গো রুট দিয়ে আনুষ্ঠানিকভাবে বিমান চলাচল শুরু করে।

উরুমছির বিমানবন্দর জানিয়েছে, এই রুটে সপ্তাহে চারটি রাউন্ড ট্রিপ পরিচালনা করা হবে। একক যাত্রায় এই রুটে ১০ ঘন্টা সময় লাগবে।

এই কার্গো রুটে সিনচিয়াং থেকে প্রধানত উটের দুধ, পোশাক, জুতা এবং বুটের মতো পণ্য আমদানি এবং তাজা ফুল, ওষুধ এবং পোশাক রপ্তানি করা হবে।

এছাড়া দিওপু আন্তর্জাতিক বিমানবন্দরটি কাজাখস্তান, উজবেকিস্তান, জর্জিয়া, হাঙ্গেরি এবং ব্রিটেনসহ আটটি দেশের জন্য নির্ধারিত আটটি আন্তর্জাতিক মালবাহী পরিবহন রুট খুলে দিয়েছে।

নাহার/শান্তা

Share this story on

Messenger Pinterest LinkedIn