নারীদের বক্সিংয়ে সোনা জিতলেন চীনের লি ছিয়ান
আগস্ট ১১, সিএমজি বাংলা ডেস্ক: প্যারিস অলিম্পিকে নারীদের বক্সিংয়ে সোনা জিতেছেন চীনের লি ছিয়ান। শনিবার পানামার অ্যাথেনা বাইলনকে ৪-১ গোলে হারিয়ে বক্সিংয়ে সোনা জিতেন তিনি।
এখন পর্যন্ত চীনের বক্সাররা প্যারিস অলিম্পিকে মোট তিনটি স্বর্ণ এবং দুটি রৌপ্য পদক জিতেছেন।
যার ফলে বক্সিং পদক অবস্থানের শীর্ষে এবং ইভেন্টের স্বর্ণ পদক তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চীন।
তিনবারের অলিম্পিয়ান লি ছিয়ান। এর আগে টোকিও অলিম্পিকের রৌপ্যপদক জয়ী হয়েছিলেন লি।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি- চায়না ডেইলি