দলীয় টেবিল টেনিসে অলিম্পিকে টানা পঞ্চম সোনা চীনের
আগস্ট ১১, সিএমজি বাংলা ডেস্ক: প্যারিস অলিম্পিকে ছেলেদের পর মেয়েদের দলীয় টেবিল টেনিসেও সোনা জিতেছে চীন। অলিম্পিকে এই নিয়ে মেয়েদের দলীয় টেবিল টেনিসে টানা পঞ্চমবার চ্যাম্পিয়ন হলো দেশটি।
মেয়েদের দলীয় টেবিল টেনিসে জাপানের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে চীন। এই ইভেন্টে টানা দ্বিতীয়বার সোনা জিতেছেন চেন মেং, ওয়াং মানইউ ও সুন ইংশা। টোকিওতেও এই ইভেন্টে চীনকে সোনা এনে দিয়েছিলেন।
অন্যদিকে, রৌপ্য নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে জাপানকে। জার্মানিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে সাউথ কোরিয়া।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি- চায়না ডেইলি