বাংলা

‘চীনের ইভিতে পশ্চিমের বাণিজ্য-বাধার ফল হবে উল্টো’

CMGPublished: 2024-08-10 18:33:42
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আগস্ট ১০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বৈদ্যুতিক গাড়ির (ইভি) বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর আরোপিত বাণিজ্য-বাধার ফল হিতে-বিপরীত হবে। বিশ্বের মুক্তবাণিজ্য ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য এমন বাধা অপসারণ করা উচিত। শুক্রবার চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি)-এ প্রচারিত এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন অর্থনীতিতে নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ এরিক মাসকিন।

২০২৩ সালে চীনের নতুন জ্বালানির যানবাহন বা ইভি’র উৎপাদন ও বিক্রি ৯০ লাখ ইউনিট ছাড়িয়ে যায় এবং পরপর ৯ বছর ইভিতে নেতৃত্ব দিচ্ছে চীন। মাসকিনের মতে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন মানসম্পন্ন উৎপানের কারণেই চীন ইলেকট্রনিক ভেহিকেলে শীর্ষস্থান ধরে রেখেছে।

যুক্তরাষ্ট্র এই বছরের ১৪ মে চীনা ইভিতে শুল্ক ২৫ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর ঘোষণা করেছে। ইউরোপীয় কমিশনও জুলাইয়ের শুরুতে চীনের বিদ্যুৎচালিত গাড়িতে ৩৭ দশমিক ৬ শতাংশ পর্যন্ত অস্থায়ী শুল্ক চালু করেছে।

এই পদক্ষেপগুলোকে প্রতিকূল অভিহিত করে বাধাগুলো অপসারণ এবং মুক্ত বাণিজ্য পুনরুদ্ধারের আহ্বান জানান এরিক মাসকিন। তার মতে, আন্তর্জাতিক বাণিজ্য এবং সহযোগিতার দৃষ্টিকোণ থেকে এ ধরনের বাধা পুরোপুরি বিপরীতমুখী আচরণের সামিল।

ফয়সল/শুভ

তথ্য ও ছবি: সিসিটিভি

Share this story on

Messenger Pinterest LinkedIn