চীনের ছিসি উৎসবে তরুণদের ব্যক্তিগত ইচ্ছার প্রাধান্য
আগস্ট ১০, সিএমজি বাংলা ডেস্ক : চীনে আজ উদযাপন করা হচ্ছে চীনা ভালোবাসা দিবস বা ছিসি উৎসব। চীনা চান্দ্র ক্যালেন্ডারের সপ্তম চান্দ্র মাসের সপ্তম দিনে এই উৎসব উদযাপন করা হয়। প্রতিবছরের মতো এবারও সারা দেশে নানা আয়োজনে এই উৎসব উদযাপন করা হচ্ছে। এই উৎসবকে ঘিরে তরুণ তরুণীদের উৎসাহ উদ্দীপনা বেশি লক্ষ্য করা যায়।
এই উপলক্ষে কেনাকাটা করতে চীনের রাজধানী শহর বেইজিংয়ের প্রাণবন্ত শপিং জোনে, ভিড় করতে দেখে যায় অনেক তরুণকে। তবে এবারে একটা ভিন্ন বিষয় নজর কাড়ছে। প্রিয়জনদের জন্য উপহার কেনার চেয়ে নিজের জন্য উপহার কিনতেই বেশি দেখা যাচ্ছে তরুণদের। তারা ব্যক্তিগত ইচ্ছাকেও প্রাধান্য দিচ্ছেন। কেউ কেউ নিজেকে একান্ত সময় দিতে কাজের ফাঁকে ছিসি থিমযুক্ত কফিও খেতে যাচ্ছেন।
একটি গবেষণা প্রতিবেদন বলছে, অবিবাহিতরা দ্রুত চীনে একটি উল্লেখযোগ্য ভোক্তা গোষ্ঠী হিসেবে আবির্ভূত হচ্ছে। ২০২৩ সালে তাদের ব্যয় ১৫ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ দশমিক ৯ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। সরকারি এক গবেষণা বলছে, ২০২৪ সালের শেষ নাগাদ, চীনে একক ব্যক্তির সংখ্যা ৩০ কোটি ছাড়িয়ে যেতে পারে।
ঐশী/ফয়সল
তথ্য ও ছবি : সিসিটিভি