কারখানায় কাজ করে হিউম্যানয়েড রোবট
আগস্ট ৯, সিএমজি বাংলা ডেস্ক: কারখানায় কাজ করছে রোবট। দেখাশোনা করছে সবকিছু ঠিকঠাক মতো চলছে কিনা। চীনের একটি গাড়ি তৈরির কারখানায় কাজ করে রোবটটি।
চেচিয়াং প্রদেশের নিংবো সিটিতে গাড়ি উৎপাদক কোম্পানি জিকর এর কারখানায় গিলি ব্র্যান্ডের গাড়ি তৈরির কারখানায় কাজ করে এই হিউম্যানয়েড রোবট। উৎপাদন লাইনে লজিস্টিক কাজগুলো সারতে সাহায্য করে এই কর্মী রোবট
শান্তা/ফয়সল