বাংলা

বিশ্ব ঐতিহ্যের তালিকায় চীনের নতুন দুই স্থান

CMGPublished: 2024-07-27 15:19:44
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ২৭, সিএমজি বাংলা ডেস্ক: ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের (ওয়ার্ল্ড হেরিটেজ সাইট) তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে চীনের আরও দুটি প্রাকৃতিক স্থান। শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটির ৪৬তম সেশনে এ অন্তর্ভুক্তির কথা জানানো হয়।

দুটি স্থানের একটি হলো বাদাইন জারান মরুভূমি-বালির টাওয়ার এবং লেক। অপরটি হলো চীনের ইয়েলো সাগর-বোহাই উপসাগরের উপকূল সংলগ্ন পরিযায়ী পাখির অভয়ারণ্য।

২১ জুলাই থেকে শুরু হওয়া সেশনটি ৩১ জুলাই পর্যন্ত চলবে।

বাদাইন জারান মরুভূমি উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের আলাশান মালভূমিতে অবস্থিত। এটি চীনের তৃতীয় বৃহত্তম মরুভূমি এবং দ্বিতীয় বৃহত্তম স্থানান্তরিত মরুভূমি। অঞ্চলটি উঁচু বালির টিলা এবং পাহাড়ের মাঝে অসংখ্য হ্রদের জন্য বিখ্যাত। বাদাইন জারান মরুভূমির ল্যান্ডমার্কগুলোর মধ্যে রয়েছে বিশ্বের সর্বোচ্চ স্থির বালির টিলা, যার উচ্চতা ৪৬০ মিটার।

অপরদিকে ইয়েলো সাগর-বোহাই উপসাগরের উপকূল বরাবর পরিযায়ী পাখির অভয়ারণ্যটি বিশ্বের বৃহত্তম আন্তঃজোয়ার জলাভূমিতে অবস্থিত। এটি পূর্ব এশিয়া-অস্ট্রেলিয়ান ফ্লাইওয়ে বরাবর পরিযায়ী পাখিদের একটি গুরুত্বপূর্ণ আবাসস্থল।

পরিযায়ী পাখিদের পথটি ২২টি দেশ জুড়ে বিস্তৃত এবং এটি বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ পাখি বৈচিত্র্য এবং সর্বাধিক সংখ্যক বিপন্ন প্রজাতির পরিযায়ী পাখির আবাসস্থল।

শুভ/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি

Share this story on

Messenger Pinterest LinkedIn