বাংলা

অনেকটাই স্বাভাবিক বাংলাদেশ

CMGPublished: 2024-07-25 18:08:45
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ২৫, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশে গত কয়েক সপ্তাহ ধরে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। ফলে বৃহস্পতিবার কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে জনজীবন। ঢাকাসহ দেশটির সর্বত্রই দ্বিতীয় দিনের মতো কারফিউ শিথিল করে খুলে দেয়া হয়েছে অফিস-আদালত।

বৃহস্পতিবার সকাল থেকেই সড়কে ছিল যানবাহন ও কর্মমুখী মানুষের ভিড়। গণপরিবহনের সংখ্যা কম থাকলেও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সকাল ১০টার পরই শুরু হয় তীব্র যানজট। ঢাকা থেকে বিভিন্ন রুটে দূরপাল্লার যানবাহন চলাচল শুরু হয়েছে।

কারফিউ শিথিলের সময় ঢাকা থেকে দুটি রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরুর কথা থাকলেও শেষ মুহূর্তে ট্রেন চলাচল বাতিল হয়। তবে পণ্যবাহী ট্রেন চলাচল করেছে।

এদিন খোলা ছিল শপিং কমপ্লেক্স, বিপণিবিতান ও দোকানপাটও। পোশাক কারখানাগুলোও খুলে দেয়া হয়েছে। বাজার খুললেও কাঁচা শাক সবজি কিনতে হচ্ছে বাড়তি দামে।

তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

ঢাকা-চট্টগ্রামসহ প্রায় সব অঞ্চলে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ফিরে আসলেও গতি অনেক ধীর বলে জানা গেছে। যদিও সারাদেশেই বন্ধ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সেলুলার ডাটা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সড়কে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী এবং বিজিবির সদস্যদের টহল রয়েছে।

এদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকাসহ সারা দেশে হামলা, সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত এবং তালিকা তৈরির কাজ করছে পুলিশ ও র‌্যাব। তালিকা ধরে সবাইকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন এই দুই বাহিনীর কর্মকর্তারা। ইতোমধ্যেই গত চারদিনে রাজধানীতে ২ হাজার ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকাসহ বিভিন্ন জেলায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বৃহস্পতিবার পর্যন্ত ২০১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বিভিন্ন গণমাধ্যম।

শুভ/শান্তা

Share this story on

Messenger Pinterest LinkedIn