বাংলা

চীনের মহাপ্রাচীরে মুগ্ধ উজবেকিস্তানের শিশুরা

CMGPublished: 2024-07-25 14:24:38
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ২৫, সিএমজি বাংলা ডেস্ক: প্রথমবারের মতো চীনের মহাপ্রাচীর দেখে মুগ্ধ হয়েছে উজবেকিস্তানের একদল শিশু। বুধবার উত্তর চীনের থিয়েনচিনের গ্রেট ওয়ালের হুয়াংইয়াকুয়ান অংশ পরিদর্শন করে এমন অনুভূতির কথা জানায় তারা।

থিয়েনচিন আন্তর্জাতিক শিশু শিল্প উৎসব- ২০২৪-এ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের দুইশ’রও বেশি শিশু এই উৎসবের বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে এই মহাপ্রাচীর পরিদর্শন করে।

‘শান্তি, বন্ধুত্ব, ভবিষ্যত’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এবারের উতসবটি সোমবার সন্ধ্যায় থিয়েনচিনে শুরু হয়। যেখানে ৪০টি দেশ ও অঞ্চলের ৫০টিরও বেশি শিল্প গোষ্ঠীর মধ্য থেকে এক হাজার শিল্পী ছবি আঁকেন।

পাঁচ দিনব্যাপী এই উৎসবে নানা শৈল্পিক পরিবেশনা, দেশ-বিদেশের শিশুদের নিয়ে গ্র্যান্ড গালা, গ্রেট ওয়ালের থিয়েনচিন অংশে এবং শহরের চারপাশে ভ্রমণসহ বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

নাহার/শান্তা

তথ্য ও ছবি- সিনহুয়া

Share this story on

Messenger Pinterest LinkedIn